ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের উপ-নির্বাচনের সময় ব্যারিস্টার রুমিন ফারহানা এলাকায় এলে তাকে প্রতিহত ও অবাঞ্চিত করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। শুক্রবার বিকেলে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক দলীয় সভা শেষে তিনি এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগ ভয়ে কাঁপছে। তারা এখন ছায়া দেখলেও ভয় পায়। সেখানে আমাকে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু না। আওয়ামী লীগ ভাবছে, আমি ওই (আশুগঞ্জ-সরাইল) এলাকায় গেলে উনাদের প্রার্থীর বিজয়ী হতে সমস্যা হতে পারে। এটা উনাদের ধারণা, আমি এটা অনুমান করতে পারি। কিন্তু আমি কাউকে নির্বাচন প্রতিহত করতে বলিনি।’
এর আগে, শুক্রবার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা করেন আল-মামুন সরকার। তিনি সম্প্রতি আশুগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে উপ নির্বাচনের সময়কাল পর্যন্ত তাকে নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।মতবিনিময় সভায় আল-মামুন সরকার বলেন, বিএনপির নেতাকর্মীরা যদি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রতিহত, বানচাল বা বিশৃংখলার সৃষ্টির কোন অপচেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদের সঞ্চালনায় মত বিনিময়সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের উপ- নির্বাচন। এই আসনটি উম্মুক্ত রেখেছে আওয়ামী লীগ। উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে পদত্যাগকারী এই আসনের ৫ বারের সাবেক এমপি উকিল আবদুস সাত্তার ভূইয়া। তিনি দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি বিএনপি চেয়ারপারসনের পদ থেকে পদত্যাগ করে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন। উপ-নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। কিন্তু আওয়ামী লীগের তিনজন নেতা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে তরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন
শেয়ার করুন