আগামীকাল পাঁচ শহীদ বিপ্লবীর ৫১তম মৃত্যুবার্ষিকী

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
আগামীকাল (২৩ অক্টোবর) রবিবার যশোরের পাঁচ শহীদ বিপ্লবী (কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলু)’র ৫১তম মৃত্যুবার্ষিকী।

প্রয়াত বিপ্লবীদের মৃত্যুবার্ষিকীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটি নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ১০টায় প্রয়াতদের সমাধিস্থল মনিরামপুরের চিনাটোলায় শ্রদ্ধাঞ্জলি অর্পন, শোক, নিরবতা পালন ও শপথ পাঠ করা হবে।
উক্ত কর্মসূচিতে মনিরামপুর ও কেশবপুরের নেতা-কর্মী সহ সর্বস্তরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করবেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ অক্টোবর (বাংলা ৬ কার্তিক) পাকিস্তানী শাসকদের এদেশীয় দোসর রাজাকার বাহিনীর হাতে গ্রেপ্তার হন কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলু। যশোর জেলার মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজার সংলগ্ন গ্রাম থেকে রাজাকাররা গ্রেপ্তার করে বাজারের পাশ্ববর্তী হরি নদীর ব্রীজের উপর এই পাঁচজনকে হত্যা করে পৈশাচিক উল্লাসে শহীদ বিপ্লবীদের মরদেহ নদীর জলে নিক্ষেপ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *