আজ শুক্রবার ২৯ জুলাই সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল রবিবার ৩১ জুলাই শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৪ হিজরি। আগামী ৯ আগস্ট মঙ্গলবার ১০ মহররম দেশে পবিত্র আশুরা পালিত হবে।
এদিকে রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৪ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শনিবার ৩০ জুলাই জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। রবিবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ৯ আগস্ট ১০ মহররম মঙ্গলবার দেশে পবিত্র আশুরা পালিত হবে।
আশুরার দিনে ফেরাউনের হাত থেকে নবী মূসা (আ.) ও তাঁর অনুসারীদের মুক্তি পাওয়া ছাড়া আর কোন ঘটনা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়। আশুরার দিনে হযরত আদমের (আ.) তাওবা কবুল, মহাপ্লাবনের পর নূহ (আ.) এর নৌকা জুদী পর্বতের উপর থামা ও ঈসা (আ.) জন্মগ্রহণ করার কথা অনির্ভরযোগ্য সূত্রে কোন কোন সাহাবী-তাবিই থেকে বর্ণিত।