আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর এর লিল্লাহ বোর্ডিংয়ে ৩১ বস্তা চাল-ডাল প্রদান করা হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও মাদরাসার বোডিংয়ে ২০ বস্তা চাল, ৫ বস্তা ডাল, ৬ বস্তা আলু দিয়েছে সংস্থাটি।
এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা নাজির উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী বাহার উদ্দিন, লেইস উদ্দিন, নাইস উদ্দিন, মাওলানা আবদুল মন্নান, মাখন মিয়া, সফিক উদ্দিন, কফিল উদ্দিন, রাজু আলম, মৌলানা মাহতাব উদ্দিন, মাওলানা সাহেদ আহমদ, শাহিন আহমদ, জয়নুর আহমদ।
শুক্রবার (২৪ মার্চ) বেলা ১টায় নতুন মাদরাসায় খাদ্যসামগ্রী গ্রহণ-হস্তান্তর অনুষ্ঠানে জামিয়ার পক্ষে উপস্থিত ছিলেন, নির্বাহী মুহতামিম মাওলানা ফারুক উদ্দিন, মাওলানা আব্দুল খালিক কাসিমী, হাফিজ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুর রব।
মাদরাসার পক্ষ থেকে গ্রহণকালে সংস্থার ভূয়সী প্রশংসা করেন শিক্ষকরা। সমাজ, ইসলাম ও এলাকার উন্নয়নে সংস্থাটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা। পরে দেশবিদেশের সকল দাতাদের দুনিয়া-আখেরাতের মঙ্গল কামনা করে দোয়াও অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন