অগ্নিকাণ্ডে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের বড়হাটি গ্রামের কদ্দুস মিয়ার ছেলে জাবেদ মিয়া (৩০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশী সুত্র জানায়, গভীর রাতে যখন এলাকার সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তখন ঘরের আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন সবাই। ঘরে থাকা লোকজন বের হয়ে আগুন নিভানোর চেষ্টা করতে থাকেন। পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রনের পর ভেতরে পোড়া লাশ পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, জাবেদ মানসিক প্রতিবন্ধী ছিলেন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী জানান, লাশটি বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
শেয়ার করুন