আজমিরীগঞ্জে সংবাদের জের, অপরাধ ঢাকতে সমবায় কর্মকর্তার জিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে আজমিরীগঞ্জ প্রতিনিধি:: রাইসুল ইসলাম নাঈম

আজমিরীগঞ্জে দায়িত্ব অবহেলার সংবাদ প্রকাশের জের, সাংবাদিকের নামে উপজেলা সমবায় কর্মকর্তার উদ্দেশ্য প্রণোদিত জিডি। এতে জেলাব্যাপী মর্মাহতসহ ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

তারা বলছেন মূলত অপরাধ ঢাকতেই তিনি এই জিডি করেছেন।

১৩জুন সমবায় কর্মকর্তার কার্যালয়ে অনুপস্থিতির শিরোনামে দৈনিক খোয়াই পত্রিকায় নিউজ হলে। এরই সূত্র ধরে অপরাধ আড়াল করতে গতকাল ২১জুন বুধবার খোয়াই পত্রিকার আজমিরীগঞ্জ প্রতিনিধি আবু হেনাকে উদ্দেশ্য প্রণোদিত করে আজমিরীগঞ্জ থানায় একটি জিডি করেন সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব।

জিডিতে তিনি বলেন, ছুটিতে থাকাকালীন দপ্তরের কর্মচারীদের সামনে সাংবাদিক আবু হেনা তাঁর কার্যালয়ে গিয়ে কাগজপত্রের ছবি সংগ্রহ করেন। ফলে সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি হারানোর সম্ভাবনা থাকে।

যদিও জেলা সমবায় কর্মকর্তা বলছেন দেবাশীষ দেব ছুটির জন্য কোন লিখিত আবেদন দেন নি।

এদিকে সাংবাদিক আবু হেনা বলেন, গত ১৩জুন সমবায় কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায় নি। পরে সেখান থেকে তথ্য সংগ্রহ করে চলে আসি। তবে ছুটির বিষয়ে জানতে জেলা সমবায় কর্মকর্তা লিখিত কোন অভিযোগ পাননি বলে জানান।

তবে সংবাদ সংগ্রহের কাজে প্রয়োজনীয় তথ্য আনতেই পারে এটি নিয়ে জিডি করার কারণ আছে বলে মনে করেন না জেলা সাংবাদিক নেতারা।মূলত তার অপরাধ ঢাকতেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জিডি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *