আজ থেকে কার্যকর ডলারের নতুন দাম

জাতীয়

সম্প্রতি এক বৈঠকে ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়েছে। আজ রোববার থেকে এই নতুন দাম কার্যকর হচ্ছে।

ফলে পণ্য আমদানিতে ব্যয় বাড়বে। তবে রপ্তানিকারকেরা প্রতি ডলারে আগের চেয়ে বেশি টাকা পাবেন।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি) গত বৃহস্পতিবার এক সভায় ডলারের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার বিক্রি করবে ১১০ টাকায়। আগে আমদানি দায় মেটানোর জন্য ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সায় বিক্রি করছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পণ্য বা সেবা রপ্তানি ও প্রবাসী আয় কেনায় ডলারের দাম হবে ১০৯ টাকা ৫০ পয়সা। আগে ব্যাংকগুলো আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের প্রতি ডলারের জন্য ১০৯ টাকা এবং রপ্তানিকারকদের প্রতি ডলারের জন্য ১০৮ টাকা ৫০ পয়সা দিয়ে আসছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *