আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা অনুষ্ঠিত

সিলেট

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

শুক্রবার (১জুলাই/১০ আষাঢ় ) বিকালে সারাদেশের ন্যায় যশোর জেলার অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী রামসরা শ্রী শ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থ ধামে শুভ রথযাত্রা অনুষ্ঠিত হয় । দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে।রথযাত্রা হিন্দু বাঙালিদের একটি পবিত্র ধর্মীয় উৎসব। বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার উৎসব পালিত হয়।

রথযাত্রার দিন মন্দিরের জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্র মূর্তি মন্দিরের বাহিরে সর্বসমক্ষে বাহির করা হয়। তারপর তিনটি/একটি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্ন পূর্বক রথ টানা হয়। এখানে তিন দেবতাকে রামসরার রূপ সনাতন স্মৃতি তীর্থ ধাম থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে ৫ কিলোমিটার দূরে সুন্দলী রাধাগোবিন্দ মন্দিরে নিয়ে যাওয়া হয়। বিকাল তিনটায় রামসরা শ্রীশ্রী রুপ সনাতন স্মৃতি তীর্থ ধাম থেকে রওনা দিয়ে সন্ধ্যায় সুন্দলীতে পৌঁছায়। এ সময় ভক্তরা চোখের জলে জগন্নাথদেবকে তার নির্দ্ধারিত স্থানে স্থাপন করে ঘরে ফেরে।

এ সময়ে হাজার হাজার ভক্ত দূর দূরন্ত থেকে ছুটে আসে একবার রথের রশ্মি ধরে টানার উদ্দেশ্যে। রথ টানার সময়ে ধর্মীয় গান, নাচ আর প্রসাদ বিতরণ করা হয় । রথের উপর থেকে ভক্তদের উদ্দেশ্যে ছোড়া হয় নানা প্রকার ফল,ফুল আর পিঠা। ভক্তরা এই প্রসাদের জন্য অধীর আগ্রহ করে থাকে।

রথযাত্রা উপলক্ষে প্রচুর লোকসমাগম হয়। বাচ্চাদের হাতেও দেখা যায় ছোট ছোট রথ এবং এই উপলক্ষে মেলার আয়োজনও করা হয়।
এবারের উল্টো রথযাত্রা (পুনর্যাত্রা) – ৯ জুলাই (১৮ আষাঢ়), শনিবার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *