মাত্র আট মাসের মধ্যে আবার আগুনে পুড়লো সিলেট নগরের মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টার দিকে ফিলিং স্টেশনটিতে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
প্রায় আট মাস আগে এই ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৯ জন মারা গিয়িছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে বিরতি ফিলিং স্টেশনে বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মুহুর্তের মধ্যে আগুন পাম্পে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে
সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পথচারী ও ফিলিং স্টেশনের ৯ জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
শেয়ার করুন