আত্মসাৎকৃত ৪ শত বস্তা ইউরিয়া সারের ট্রাকসহ গ্রেফতার-২

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আকিজ গ্রুপের আমদানিকৃত ৪শত বস্তা বিসিআইসি ইউরিয়া চিকন আত্মসাৎ করার উদ্দেশ্যে নিলে সার বোঝাইকৃত ট্রাকসহ মোঃ সুমন (৩৫) ও আব্দুর রশিদ (২৩) কে গ্রেফতার করে যশোর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টীম।
গ্রেফতারকৃত আসামিদ্বয় যশোর জেলার চৌগাছা উপজেলার চান্দা আফরা গ্রামের আমির হোসেন ও মৃত আবুল বিশ্বাসের ছেলে।
ঘটনায় বিবরণ অনুযায়ী গতকাল সকাল আনুমানিক সাড়ে এগারোটায় যশোর অভয়নগর থানাধীন রাফি ট্রেডিং হামিম ট্রান্সপোর্ট কর্তৃক আকিজ গ্রুপের বিদেশ থেকে আমদানীকৃত ২০ (বিশ) মেঃটন ৪০০ (চার শত) বস্তা বিসিআইসি ইউরিয়া চিকন সার বরিশাল বাফার গুদামে ড্রাইভার সুমন এর ট্রাক নং-যশোর-ট-০২-০৩১৯ যোগে নওয়াপাড়া হইতে বরিশালের উদ্দেশ্যে পাঠান। কিন্তু ট্রাক ড্রাইভার গন্তব্যস্থলে না পৌঁছে দিয়ে আত্মসাৎ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিষয়টি যশোরের আইন-শৃংখলা বাহিনীকে মৌখিকভাবে অবহিত করে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করার একপর্যায়ে গতকাল রাত বারটায় যশোর চাচঁড়া হইতে ঝিনাইদহগামী রাস্তা হইতে ডিবি পুলিশের একটি টিম আটক করে।
এই সংক্রান্তে ট্রান্সপোর্ট মালিক মোঃ আসাদুজ্জামান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানায় আজ একটি দায়ের করেন। মামলা নং-৭০।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *