আত-তাক্বওয়া মাসজিদের সিরাতুল মুস্তাক্বিম কনফারেন্স আগামী শুক্রবার ও শনিবার

সিলেট

সিরাতুল মুস্তাক্বীম কনফারেন্সে মদিনা বিশ্ববিদ্যালয়ের
প্রফেসর ড. আল-জুহানির আগমন

আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার-এর পঞ্চম বার্ষিক সিরাতুল মুস্তাক্বিম কনফারেন্স আগামী শুক্রবার, শনিবার ১০ ও ১১ ফেব্রুয়ারি সিলেটের কুমারপাড়াস্থ মাসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। আজ বুধবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবুল হক রাজু।

প্রতি বছরের ন্যায় এবছরও কনফারেন্সে সমগ্র দেশ হতে ব্যপক মুসলিম নর-নারীর সমাগম হবে। কনফারেন্সে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আরব বিশে^র বিশিষ্ট আলেমে দ্বীন মদিনা ইসলামি বিশ^বিদ্যালয়ের সুনাম ধন্য শিক্ষক প্রফেসর ড. যায়েদ মুহাম্মদ আল-জুহানি।  কনফারেন্সে প্রথমদিন বক্তব্য রাখবেন শায়েখ ড. শহীদুল্লাহ খান মাদানি, শায়েখ আমান উল্লাহ বিন ঈসমাঈল মাদানি, শায়েখ ড. মোহাম্মদ ইমাম হোসাইন ও শায়েখ মাহমুদ বিন কাশিম এবং দ্বিতীয়দিন বক্তব্য রাখবেন শায়েখ ড. আবুবকর মুহাম্মদ যাকারিয়া, শায়েখ ড. মুহাম্মদ সাইফুল্লাহ, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ সাইফুদ্দিন বেলাল মাদানি, শায়েখ মুহাম্মদ রাশিদ, শায়েখ যুবায়ের আহমদ, শায়েখ মুনির উদ্দিন আহমদ ও মুহতারাম আব্দুছ ছবুর চৌধুরী।

প্রতিদিন দুপুর ২টা হতে রাত ১০ টা ৩০মিনিট পর্যন্ত কুরআন-হাদিস ভিত্তিক বিভিন্ন দ্বীনি বিষয়ে আলোচকগণ আলোচনা পেশ করবেন। আত-তাক্বওয়া মাসজিদ-এর পঞ্চম সিরাতুল মুস্তাক্বীম কনফারেন্সে অংশ নিয়ে দ্বীনিজ্ঞান অর্জনের সুযোগ নেয়ার জন্যে মাসজিদ কর্তৃপক্ষ সর্ব স্তরের মুসলমানতের উপস্থিত থাকার আমন্ত্রন জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *