সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে মাঠে নামছে মহাজোটের শরিক ১৪দল। আনোয়ারুজ্জামানকে আনুষ্ঠানিক সমর্থন জানানোর পাশাপাশি তাঁর বিজয় নিশ্চিতে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন সিলেটের ১৪ দল নেতৃবৃন্দ।
বুধবার (৩১ মে) দুপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান ১৪ দলের নেতৃবৃন্দ।
সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে আয়োজিত ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
মতিবিনিময় সভায় ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, দীন বন্ধু পাল, মাহমুদ চৌধুরী, মো. জুনেদুর রহমান, মো. আরিফ মিয়া, মো. মারুফ আহমদ, সিকন্দর আলী, ইসমত ইবনে ইসহাক, সত্যরঞ্জন দাস, শহিদুর রহমান, ইফতেখার আহমদ, ব্রজ গোপাল চৌধুরী, শ্রীনিবাস চক্রবর্তী, মোশাহিদ আহমদ প্রমুখ।
শেয়ার করুন