সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে আন্তর্জাতিক বাজারে প্রবেশের একমাত্র যোগ্যতা ইংরেজি ও প্রযুক্তির দক্ষতা-ব্যবহার।
যুগের সাথে নিজেকে নবায়িত করে সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে যারা জাতীয় ও আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করে তারাই প্রতিযোগিতায় ঠিকে
থাকে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশমূখী প্রবণতা কমাতে বেকারত্ব দূরীকরণে মেধাবীদের কর্মসংস্থানের জন্য সৃষ্টিশীল মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন।
বদরুল ইসলাম শোয়েব গতকাল (আজ রবিবার) সিলেটের জিন্দাবাজার এলিগ্যান্ট শপিং মলের অষ্টম তলায় এস-ম্যাটস আইটি সলিউশন এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, বেকারত্ব দূরীকরণে প্রযুক্তির দক্ষতা ও ব্যবহারে এগিয়ে আসার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।সিলেট ম্যাটস এর চেয়ারম্যান রোটারিয়ান বিমলেন্দু পালের সভাপতিত্ত্বে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শামসুল কবির, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল বায়েস, সিলেট কমার্স ব্যাংকের ম্যানেজার মতিউর রহমান, দিনারপুর কলেজের প্রভাষক মোশাররফ মিঠু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস ম্যাটস আইটি সলিউশনের পরিচালক তন্ময় পাল রনি, আকিকুর ররমান আদি, আদনান আদিল প্রমূখ।