রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গোলাপগঞ্জ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে মানবসেবী সংগঠন জাবেদ বিডি ক্লাব।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাবেদ বিডি ক্লাবের সভাপতি জাবেদ আহমদ ও সাধারণ সম্পাদক শায়েক হোসাইন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১০ মিনিটে জাতির পক্ষে উপজেলা পরিষদ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে জাবেদ বিডি ক্লাব। শ্রদ্ধা নিবেদন শেষে জাবেদ বিডি ক্লাবের নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় উপস্থিত ছিলেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যাটারসন সিটির কমিশনার ইমরান হোসাইন,জাবেদ বিডি ক্লাবের সভাপতি জাবেদ আহমদ, জাবেদ বিডি ক্লাবের সাধারণ সম্পাদক ও প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি শায়েক হোসাইন,জাবেদ বিডি ক্লাবের সহ-সভাপতি রাজন আহমদ,সদস্য মুমিত আহমদ,রাসেল আহমদ,সুমন আহমদ,মোঃ আলী হোসাইন,সালমান আহমদ,রেজওয়ান আহমদ,মুহিত আহমদ, খালেদ হোসাইন (জুমন),রিফাত হোসাইন,
সায়েম আহমদ,রিমন আহমদ প্রমুখ।