চেন্নাইয়ে বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। তাদের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন পাক অধিনায়ক বাবর আজম।
টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হক। স্পিন পিচের কথা ভেবে এদিন একাদশে চার স্পিনার রাখার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে আফগান স্পিনারদের এদিন হেসে খেলেই খেলেছে পাক ওপেনাররা। পাওয়ারপ্লেতে ৫৬ রান যোগ করে বাবর আজমের দল। তবে একাদশ ওভারের প্রথম বলেই আউট ইমাম, ব্যক্তিগত ১৭ রানে।
ইমাম আউট হলেও বেশ স্বাচ্ছন্দেই খেলছেন শফিক। এরপর ৭৪ রানের একটি দারুণ জুটি গড়েন অধিনায়ক বাবর আজমের সাথে। তবে দলীয় ১১০ রানে নূর আহমাদের বলে শফিক আউট হলেই ঘটে ছন্দপতন। ১৬৩ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান।
তবে উইকেটের আরেক প্রান্তে টিকে ছিলেন অধিনায়ক বাবর আজম, তিনি করেন দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান। দলীয় ২০৬ রানে তিনি আউট হলে ৭৩ রানের একটি দারুণ জুটি গড়েন দুই ব্যাটার শাদাব খান এবং ইফতিখার আহমেদ। যার সুবাদে ২৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় পাকিস্তান।
আফগানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি লেগস্পিনার নূর আহমাদ।
শেয়ার করুন