আফগানিস্তানে গর্ভনিরোধক পণ্য নিষিদ্ধ করলো তালেবান

বিশ্ব

হারাম’ আখ্যায়িত করে ও শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগ তুলে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের প্রধান দুটি শহরে গর্ভনিরোধক পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, মুসলিম জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য এটি পশ্চিমা ষড়যন্ত্র। খবর দ্য গার্ডিয়ানের

প্রতিবেদনে বলা হচ্ছে, তালেবানরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীদের হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, জন্মনিয়ন্ত্রণ ওষুধ দোকান থেকে সরিয়ে ফেলতে ফার্মেসি মালিকদের নির্দেশ দিচ্ছে তালেবান।

এক দোকান মালিক বলেন, ‘তালেবান বন্দুক নিয়ে আমার দোকানে দুইবার এসেছিল। আমাকে গর্ভনিরোধক ট্যাবলেট না রাখার জন্য হুমকি দিয়েছে। তারা নিয়মিত কাবুলের প্রতিটি ফার্মেসি পরীক্ষা করছে। আমরা পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছি।’

কাবুল এবং মাজার-ই-শরীফের অন্যান্য ফার্মাসিস্টরা নিশ্চিত করেছেন যে তাদের কোনো জন্মনিয়ন্ত্রণ ওষুধ স্টক না করার নির্দেশ দেওয়া হয়েছে।

কাবুলের আরেক দোকানের মালিক বলেন, ‘এ মাসের শুরু থেকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট এবং ইনজেকশনের মতো আইটেমগুলো ফার্মাসিতে রাখার অনুমতি নেই। আমরা বিদ্যমান স্টক থেকে বিক্রি করতে খুব ভয় পাচ্ছি।’

এর আগে ২০২১ সালের আগস্টে ক্ষমতায় আসার পর থেকে মেয়েদের  উচ্চশিক্ষা বন্ধ করে দিয়েছে তালেবান, তরুণীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ। নারীদের বের করে দেয়া হয়েছে চাকরি থেকে। তাদের বাড়ির বাইরে যাওয়ার ওপর আরোপ হয়েছে নানা বিধিনিষেধ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *