আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে সিলেটে হচ্ছে ‘ফাল্গুনী বৃষ্টি’। মহানগরসহ সিলেটের বিভিন্ন স্থানে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পরে রাত ১১টার দিকে শুরু হয় মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিলো কালবৈশাখী দিনের মতো আকাশের গর্জন।
এর আগে বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- সিলেটের আকাশে মেঘের আনাগোনা রয়েছে। এ অঞ্চলে হতে পারে বৃষ্টি। বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়াবিদরা জানান- পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণের এই বায়ুর সঙ্গে থাকছে প্রচুর আর্দ্রতা। এই আর্দ্রতা বহনকারী বায়ুর কারণে আকাশ মেঘলা দেখাচ্ছে। এখন প্রাক-মৌসুমি বায়ুপ্রবাহের সময়। দিন দিন তাপ বাড়ছে। কোথাও বৃষ্টি হয়েছে, আরও হওয়ারও সম্ভাবনা আছে। সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
এদিকে, বুধবারের রাতের হঠাৎ বৃষ্টিতে অনেকেই বেশ উপভোগ করেন। বৃষ্টির ফলে ধুলোবালি কমে নাগরিক মনে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। হঠাৎ এ বৃষ্টি সিলেটে জনমনে স্বস্তি এনে দিয়েছে।
শেয়ার করুন