পাকিস্তানে বেলুচিস্তানের একটি রেলস্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ২৪ নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
শনিবার (৯ নভেম্বর) সকালে বেলুচিস্তানের কোয়েটা রেলস্টেশনের কাছে এই বিস্ফোরণ হয় বলে খবর প্রকাশ করে সংবাদমাধ্যম রয়টার্স।
বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক মৌজ্জাম জাহ আনসারী রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে। কোয়েটা রেলস্টেশনে স্বাভাবিকভাবেই অনেক ভিড় থাকে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই বিস্ফোরণের পর কোয়েটা সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আরও অতিরিক্ত চিকিৎসক ও সহযোগীদের যোগদানের আহ্বান জানানো হয়েছে।
স্বাধীনতাকামী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশটির স্বাধীনতার দাবিতে লড়াই করছে। বিএলএ তাদের বিবৃতিতে বলেছে, তারা এই হামলা চালিয়েছে কারণ পাকিস্তান সরকার বেলুচিস্তানের প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ অবৈধভাবে শোষণ করছে এবং স্থানীয় জনগণের অধিকার উপেক্ষা করছে।
কোয়েটা রেল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৯টায় কোয়েটা স্টেশনে থেকে ‘জাফার এক্সপ্রেস’ পেশওয়ারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেনটি প্ল্যাটফর্মে আসেনি। তার আগেই স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ ঘটে।
এর আগে ৩১ অক্টোবর পাকিস্তানে একটি স্কুলের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ নিহত হয় ৭ জন।