আবুল হাসিম এন্ড সৈয়দা হাসনা আরা কল্যাণ ট্রাস্ট্রের চেয়ারম্যান আবুল হুসাইন সামুমের মাতা সৈয়দা হাসনা আরা’র রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ সেপ্টেম্বর) রোববার বাদ আসর ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হুসাইন সামুমের দক্ষিণ সুরমা বারখলাস্থ নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন
মিলাদ ও দোয়া পরিচালনা করেন কায়েস্থরাইল ওয়াকফ এস্টেট দাউদপুর, মুছারগাঁও, বারখলা জামে মসজিদের ইমাম হাফিজ শাহিন আহমদ।
মিলাদ ও দোয়া মাহফিলে বারখলা এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিদ (আসলম মিয়া), রমিজ মিয়া, হাফিজ মোহাম্মদ আব্দুল মালিক, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম রেজন, সমাজসেবী মুহিন আহমদ, আব্দুল মুকিত, লিলু মিয়া, মাওলানা নুরুল হক নুরী, এনাম আহমদ, ফারুক আহমদ নুনু, আব্দুল হক, বুরহানুল হক ফাহিম, আলী হুসাইন হামজা সহ এলাকার মুরব্বি ও যুবসমাজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি