আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিবৃতি

জাতীয়

দেশের শিল্প-বাণিজ্য গতিশীল করতে বিলাসজাতীয় ও বাংলাদেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্য ছাড়া– সব ধরনের আমদানিতে এলসি মার্জিন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যবসায়ীরা সকল ধরনের মূলধনী যন্ত্রপাতি, ভোক্তা পণ্য, মূলধনী কাঁচামাল – ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে কোনো ধরণের নগদ মার্জিন ছাড়া আমদানি করতে পারবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও লেনদেন ক্রমান্বয়ে স্থিতিশীল পর্যায়ে চলে আসায় ব্যবসা ও শিল্প-বাণিজ্যকে গতিশীল করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

কিছু পণ্য আমদানিতে ঋণপত্র খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন জমা দিতে হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়। এসব পণ্য হলো- মোটর কার, ইলেকট্রনিক হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাব ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন–সিরিয়াল ফুড অর্থাৎ অ-শস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত (ক্যান) খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিংকস, অ্যালকোহল জাতীয় পানীয় এবং তামাক ও তামাকজাত বা এর বিকল্প পণ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *