আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই টি-টোয়েন্টির লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রশিদ খানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসান বাহিনী। ম্যাচ শুরুর একদিন আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানদের বিপক্ষে বাংলাদেশ খেলেছে সব মিলিয়ে ৯ ম্যাচ। যেখানে পরাজয়ের পাল্লাই বেশি, ম্যাচ হেরেছে ৬টিতে। তবে কারা ফেবারিট এটা নিয়ে ভাবছেন না সাকিব। সিলেটে কথা বলতে গিয়ে টাইগার এই অধিনায়ক জানিয়েছেন ফেবারিট যাদের খুশি দেন, তবে আমরা দুই ম্যাচই জিততে চাই।
এ সময় সাকিব বলছিলেন, ‘আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই।’
টি-টোয়েন্টি বলেই যে কোনো কিছু হতে পারে বলে মত সাকিবের, ‘প্রতিটা সিরিজই একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ হেরেছি।’
শেয়ার করুন