সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারে শুরু হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। এমন কিছু যে আর্জেন্টিনা দূরতম দুঃস্বপ্নেও কল্পনা করেনি, তা আর বলে না দিলেও চলে। এই হারের পর টানা ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা শেষ হয়ে গেছে আর্জেন্টিনার।
র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ এর বাইরের দলের কাছে হার দলের, তাদের সমর্থকদের বিশ্বাস নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে লিওনেল মেসি বিশ্বাসটা হারাচ্ছেন না। ম্যাচের পর তিনি ভক্তদের উদ্দেশ্যেও দিলেন বিশ্বাস রাখার বার্তা, জানালেন আর্জেন্টিনা তাদের হতাশ করবে না মোটেও।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি জানালেন, এই হারটা বড় একটা ধাক্কা, সেটা সবার জন্যই।পিএসজি তারকার কথা, ‘মানুষজন আমাদের ওপর বিশ্বাস রেখেছিল। সবার জন্যই এটা বড় একটা ধাক্কা। তাদের কেউই আমাদের এভাবে শুরু হোক, এমনটা কল্পনাও করেননি।’
তবে মেসি এরপরই ভক্তদের হতোদ্যম না হওয়ার আহ্বান জানালেন। বললেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। আমাদের দলটা আপনাদের নিরাশ করবে না।’ এমন হারের পর মেসি দলে আরও বেশি ঐক্য চাইলেন।
তিনি বলেন, ‘কোনো অজুহাত নেই। আমাদের এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দলটা শক্তিশালী, এটা দেখিয়েছেও। এটা এমন একটা পরিস্থিতি যাতে আমরা অনেক দিন ধরে পড়িনি। এখন আমাদেরকে দলের আসল শক্তিমত্তাটা দেখাতে হবে।’
শেয়ার করুন