সাকিব আল হাসান হঠাৎ করে ফেসবুকে রহস্যময় এক পোস্ট করেছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সাকিব তার ভেরিফায়েড পেজে লেখেন ‘আমি আর খেলবোনা। খেলবে কে জানাচ্ছি…’।
কী কারণে এমন স্ট্যাটাস সেটা এখনো পরিস্কার করেননি তিনি। তবে তার এই স্ট্যাটাসকে নিয়ে ফেসবুকে শুরু হয়েছে আলোচনা।
তার এই স্ট্যাটাসের কমেন্টসে অনেকেই নানান মন্তব্য করছেন।
কেউ আবার মনে করছেন কোন বিজ্ঞাপনের প্রচারণাও হতে পারে, কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন হঠাৎ এমন রহস্যময় পোস্টের।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ফর্মেটেই সাকিব আল হাসান বাংলাদেশের অধিনায়ক। কিছুদিন আগে দ্বিতীয় দফায় ওয়ানডে দলের নেতৃত্বে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আগামী ২৭ অক্টোবর সাকিবের নেতৃত্বে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। এক মাসের বেশি সময় পর বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যান সাকিব। মাঠে গেলেও অনুশীলন করেননি তিনি।
শুক্রবার শেষ হওয়ার কথা ছিল মাসজুড়ে চলা খেলোয়াড়দের ক্যাম্প। কিন্তু তার আগের দিন সেটি শেষ করল বিসিবি।
সাকিব জাতীয় দলের সঙ্গে না থাকলেও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ব্যক্তিগত ফিটনেস ট্রেনার নিয়ে গিয়ে প্রস্তুতি সেরেছেন।