ভোগ বিলাসের দুনিয়াতে
আমি বড়োই অসহায়,
কথা বলতে সাহস পাইনা
গলা চেপে ধরতে চায়। ঐ
ভোগ বিলাসের দুনিয়াতে
আমি বড়োই অসহায়।
(১) ভাইরে ভাই –
মানুষ হয়ে ঠেকছি ভবে,
কবি বলে ডাকে সবে,
কেমনে বলো রই নীরবে
বিবেক তো দিছে খোদায়।
মরছে মানুষ পেটের ভুখে
কেউ দেখেনা সুখে দুখে,
রক্ত চুষে চিনা জোঁকে
ক্ষতের সৃষ্টি করছে গায়।ঐ
ভোগ বিলাসের দুনিয়াতে
আমি বড়োই অসহায়।
(২) ভাইরে ভাই –
গিয়ে দেখলাম হাসপাতালে,
ডাক্তার আছে রোজীর তালে,
ফাঁসাইয়া কৌশলের জালে
টেস্ট দিয়ে টাকা কামায়।
পেরেশান হয় ভুক্তভোগী,
কান্না করে গরীব রোগী,
সহায় সম্বল সব ত্যাগী
হাসপাতালের বিল মিটায়।
ভোগ বিলাসের দুনিয়াতে
আমি বড়োই অসহায়।
(৩) ভাইরে ভাই –
কম করেননা মাস্টার মশাই,
অধিকাংশ তারাও কসাই,
স্কুল কলেজ দেখিতে পাই
কৌশলে ছাত্র ফাঁসায়।
ক্লাস রুমেতে ক্লাস হয়না,
মাস্টারের মন ক্লাসে বয়না,
টিচিং করতে প্রাণে সয়না,
কোচিং হলে ঘাম ঝরায়।ঐ
ভোগ বিলাসের দুনিয়াতে
আমি বড়োই অসহায়।
(৪) ভাইরে ভাই –
দেখলাম গিয়ে আদালতে,
ঘুরছে মানুষ শতে শতে,
সব হারিয়ে কান্দে পথে,
উকিলের কি আসে যায়?
জজ সাহেবের জানা আছে,
টাকার জোরে উকিল নাচে,
দুখ দরদ নেই তাদের কাছে
টাকা যাহার তার গান গায়।
ভোগ বিলাসের দুনিয়াতে
আমি বড়োই অসহায়।
(৫) ভাইরে ভাই –
থানায় গিয়ে দেখলাম আমি,
সেবায় তারা দিবস যামী,
গরীবরা হয় বিপদগামী,
পড়িয়া মাইনকার চিপায়।
পুলিশ ভাইদের টাকার অভাব,
টাকার জোরে বদলে স্বভাব,
সব জায়গাতে ধনীর প্রভাব,
পুলিশ রয় নেতার সেবায়।
ভোগ বিলাসের দুনিয়াতে
আমি বড়োই অসহায়।
(৬) ভাইরে ভাই –
সত্য যাহা কইলাম আমি,
পারবোনা করতে চামচামি,
আছেন যারা নামী-দামী
রমজানের মিনতি পায়,
আছেন যারা সত্যে পথে,
স্যালুট জানাই শতে শতে,
কয়দিন থাকব এই জগতে,
মালিক আমার অপেক্ষায়।
ভোগ বিলাসের দুনিয়াতে
আমি বড়োই অসহায়।
১১/২/২০২৩ ইং
শেয়ার করুন