বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, শুধু সরকার কিংবা রাজনৈতিক দল দেশের উন্নয়নে ভূমিকা রাখছে না। সামাজিক সংগঠনগুলোও মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে। যার চাক্ষসিক উদাহরণ হচ্ছে উদ্দীপ্ত তরুণ সংস্থা। এই সংস্থার তরুণ সদস্যরা আর্ত মানবতার পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করছে। তাদের উদ্যোগ সমূহ সত্যিই প্রশংসার দাবী রাখে। তিনি এমন মহতি কার্যক্রম আরো জোরদার করতে সংস্থার সদস্যদের প্রতি আহ্বান জানান।
সোমবার (১২ সেপ্টেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত উদ্দীপ্ত তরুণ সংস্থার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সৈয়দ মিসবাউর রহমানকে সভাপতি এবং গিলমান আহমদ সাকিবকে সাধারণ সম্পাদক করে সংস্থার নতুন কমিটি গঠন করা হয়।
সৈয়দ মিসবাউর রহমানের সভাপতিত্বে ও জুবায়ের কাজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য তাহমিন আহমদ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু।
উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়ায়ল হক জিয়া, সিলেট মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ তানজির আহমদ, সায়েম আহমদ, জাওয়াদূল করিম মেহেদী, মুনসাদ আলম অয়ন, নাফিস কাজী, সৈয়দ মাহফুজ আলী, নাহিদ হোসেন খান, মূসা আহমদ, হুসেন আহমদ, শামসুল হক, মিফতাহ আহমদ তামিম, জাবির কাজী প্রমুখ।
শেয়ার করুন