আল্লাহর কাছে তাকওয়াপূর্ণ ব্যক্তিত্বের মর্যাদাই সবচেয়ে বেশী-মাহমুদুর রহমান দিলাওয়ার

সিলেট

জুড়ীতে বাহাদুরপুর-হাসনাবাদ ইসলামী সমাজকল্যাণ পরিষদের ইফতার

 

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে তাকওয়াপূর্ণ ব্যক্তিত্বের মর্যাদা সবচেয়ে বেশী। সূরা হুজুরাতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। তিনি বলেন, সিয়াম সাধনার মূল লক্ষ্যই হলো মু’মীন জীবনে তাকওয়ার গুণ তৈরী করা। তাকওয়ার চর্চায় সদা অভ্যস্ত রাখা। সিয়াম সাধনার শিক্ষা শুধুমাত্র রামাদ্বান মাসের জন্য নয়, আজীবনের জন্য গ্রহণ করা অপরিহার্য। এর মাধ্যমেই মুসলিম উম্মাহ প্রকৃত কল্যাণ পেয়ে যাবে।

তিনি শুক্রবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাহাদুরপুর-হাসনাবাদ ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত দারসুল কুরআন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরিষদের উপদেষ্টা আলহাজ্ব হারুনুর রশীদের সভাপতিত্বে এবং পরিষদের সভাপতি আব্দুল মান্নান গফুর ও সেক্রেটারি আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির রাখেন আলেমেদ্বীন মাওলানা শামসুল ইসলাম ও মাওলানা কামারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর উম্মতের হায়াতে জিন্দেগী কম সময়ের হলেও অত্যধিক বরকতপূর্ণ জীবনের অধিকারী হওয়া খুবই সহজ। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রাত। একরাতে ভালোভাবে ইবাদাত বন্দেগি করতে পারলে হাজার মাস তথা তিরাশি বছরের অধিক সময়ের সমপরিমাণ সাওয়াব হাসিল করা সম্ভব।

এরকম সুযোগ অন্যান্য নবীর উম্মতগণ পান নি। তাই আমাদের উচিৎ রামাদ্বান মাস, বিশেষ করে শেষ দশকে বেশী বেশী ইবাদাত বন্দেগি করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *