আশ্রয়ন প্রকল্প হচ্ছে শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার: এমপি মিলাদ গাজী

হবিগঞ্জ

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, আশ্রয়ন প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে সকল প্রতিকূলতা ডিঙিয়ে আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ নির্দেশনা ও দর্শনকে সামনে রেখে মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ১৩০টি ঘরের নির্মাণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী পদক্ষেপের কারণে সকল প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় আমরা সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছি। সামনে আরও দৃষ্টান্ত স্থাপন করব। আওয়ামী লীগ সরকার সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সামনে আরও শক্ত ভূমিকা নিয়ে দাঁড়াবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, ৮নং সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ স্থানীয় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *