এখন বাংলাদেশ দল পাকিস্তানে লাহোরে। সেখানে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। তাই তিনিও সেখানেই। অথচ এরই মধ্যে নতুন খবর পেলেন সাকিব ভক্তরা। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে খেলবেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার।
গতবার ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাকিব। এবার তাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। এছাড়া রংপুর তিন খেলোয়াড়কে রিটেইনও করেছে। তারা হলেন উইকেটরক্ষক-ব্যাটার কাজী নুরুল হাসান সোহান, অলরাউন্ডার শেখ মাহেদী হাসান ও ও পেসার হাসান মাহমুদকে ধরেছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়নরা। এ খবর নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সাথে থাকবে। ২০১৯ সালে আমরা তাকে সাইন করিয়েছিলাম। কিন্তু সেবার বিপিএল অনুষ্ঠিত হয়নি। শেষ তিন-চার বছর ধরেই আমাদের ইচ্ছা ছিল সাকিব রংপুরে খেলবে। এবার সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে। এছাড়া বেশ কিছু বিদেশী নামী-দামি খেলোয়াড়কে সাইন করিয়েছি। আমরা এবার বদ্ধপরিকর শিরোপা পুনরুদ্ধার করবো।’
বিসিবির সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে বসবে বিপিএলের পরবর্তী আসর। আগের পরিকল্পনাতেই স্থির আছেন আয়োজকরা। জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুতে প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনের পরপরই শুরু হবে বিপিএল। আর এ বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
শেয়ার করুন