আসলাফ আকাবিরের সঠিক আদর্শ বাস্তবায়নে জমিয়তে তালাবা বাংলাদেশকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে — মাওলানা শামছুদ্দীন দুর্লভপুরি

সিলেট

মোঃ আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার (সিলেট):-

আসলাফ আকাবিরের আদর্শ বাস্তবায়নে জমিয়তে তালাবা বাংলাদেশকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। যত লড়াই দরকার আমরা করবো, বাতিলের সাথে সকল ধরনের মুনাযারা,মুবাহাসা করার জন্য জমিয়ত সবসময় প্রস্তুত রয়েছে। আজ ০৬ অক্টোবর বৃহস্পতিবার দারুল হাদিস হরিপুর মাদরাসা মিলোনায়তে জমিয়তে উলামা বাংলাদেশের তালাবা সংগঠন জমিয়তে তালাবা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জমিয়তে তালাবা বাংলাদেশের সভাপতি মাওলানা এমাদ উদ্দীন লাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামা বাংলাদেশের সহসভাপতি মাওলানা হিলাল আহমদ হরিপুরি জমিয়তে উলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা নযরুল ইসলাম তোয়াকুলি। বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল জাব্বার, সহকারী মহাসচিব মাওলানা কারি হারুনুর রশিদ চতুলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, অফিস সম্পাদক হাফিজ মাওলানা নজির আহমদ, প্রচার সম্পাদক মাওলানা হুযাইফা হিলাল, জমিয়তে আনসার কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক মাওলানা আসআদ আহমদ,মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা এহসানে এলাহী জেলা জমিয়তে তালাবার সভাপতি মাওলানা নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মিজান নূরি প্রমূখ।

কাউন্সিল অধিবেশনে মুহাম্মদ জুনায়েদ শামসিকে সভাপতি ও আফজাল আহমদকে সাধারণ সম্পাদক ও হাফিজ মারুফ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *