সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেন, সিলেটে আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। তিনি আমৃত্যু দল ও দেশের জন্য কাজ করে গেছেন। আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনে কাতারে থাকতেন। নেতাকর্মীদের মাঝে সমন্বয়, উৎসাহ-উদ্দীপনা ও ঐক্যবদ্ধতা সৃষ্টিতে তার অবদান ছিল অপরিসীম। ইতিহাসের পাতায় আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের নাম স্বর্ণারে লিখা থাকবে। তিনি আদর্শ ও অনুপ্রেরণার বাতিঘর হয়ে আমাদের মাঝে চিরঅম্লাণ হয়ে থাকবেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা পরিষদের সাবেক প্রশাসক প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসব কথা বলেন।
শেয়ার করুন