বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হওয়ায় সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নেতৃবৃন্দ।
সিলেট জেলা পরিষদে ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের সেক্রেটারি মো.আব্দুর রহমান জামিল মঙ্গলবার শুভেচ্ছা বার্তায় তাকে মুজিবীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ দলের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সৈয়দা জেবুন্নেছা হক’র পদপ্রাপ্তি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।
সিলেটের নারী আন্দোলনের অগ্রদূত,মুজিব আদর্শের একনিষ্ঠ কর্মীকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় আমরা সত্যিই আনন্দিত।
এদিকে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, মো. মজির উদ্দিন, এ জেড রওশন জেবিন রুবা, নুরুন্নেছা হেনাসহ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, রেড ক্রিসেন্ট মুজিব জাহান রক্তকেন্দ্র, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্টের সদস্যরাও সৈয়দা জেবুন্নেছা হককে আন্তরিক অভিনন্দন জানান।
শেয়ার করুন