আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি

জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত একটার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

মিছিল নিয়ে নাহিদ ইসলাম যমুনার সামনে আসার আগে রাত ১২টার দিকে নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত যমুনার সামনে থেকে তারা সরবেন না।’

তাদের সঙ্গে রয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সেখানে রাত ১০টার পর থেকেই অবস্থান করছেন হাসনাত আবদুল্লাহসহ কয়েক শ’ নেতাকর্মী।

এর আগে, রাতে গনহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়ার ঘোষণা দেন হাসনাত।

ঘোষণার পর পরই ১০টার পর হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। সেখানে তার সঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যোগ দেন

অবস্থান কর্মসূচিতে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ প্রভৃতি স্লোগান দেয়া হচ্ছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হন আন্দোলনকারীরা। ছাত্রজনতার সঙ্গে সেখানে যোগ দিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *