আ.লীগ-বিএনপির সমাবেশ: মিছিলে মিছিলে উত্তাল সিলেটের রাজপথ

সিলেট

সিলেটে প্রায় পাঁচ বছর পর আবারো মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধী দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার(৪ফেব্রুয়ারী)সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে আজ অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপির বিভাগীয় সমাবেশস্থলে দুপুর ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল আসছে। নগরের নানা প্রান্ত, এমনকি বাইরে থেকেও মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।

বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় দুপুর আড়াইটার দিকে।

অপরদিকে, একই দিনে সিলেটে ‘শান্তি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। প্রথমে এই সমাবেশ বিএনপির সমাবেশস্থল রেজিস্টারি মাঠে করার ঘোষণা দেয় দলটি। তবে পরে স্থান পরিবর্তন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। বেলা ৩ টায় এই সমাবেশ শুরু হবে।

শান্তি সমাবেশ শুরু সফল করতে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দুই দলের কর্মসূচীতে উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এদিকে, দু’দলের কর্মসূচী ঘিরে বেশ সর্তক রয়েছে সিলেট মহানগর পুলিশ।

এব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস বলেন, আজ দুই দলের সমাবেশ ঘিরে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ জন্য নগরীর সবগুলো মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।নগরীর প্রবেশপথগুলোতে তল্লাশী চৌকি বসানো হয়েছে। সমাবেশ চলাকালে পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *