ইউকে লুইশাম সাউথওয়ার্ক কলেজের শিক্ষকের পক্ষ থেকে খাদিমনগরে প্রতিবন্ধীদের নগদ অর্থ বিতরণ

সিলেট

ইউকে লুইশাম সাউথওয়ার্ক কলেজের শিক্ষক মিসেস লি ক্যারোলিনের পক্ষ থেকে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভাণিং বডির শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রভাষক বদরুল আলম, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশীদ, এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুল আজিজ, সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা শামছুর রহমান, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির সদস্য মো. আব্দুস শহীদ, রফিক আহমদ, দিলারা বেগম, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক কামরান আলী তালুকদার, লন্ডন প্রবাসী শাহজাহান আহমদ, সমাজসেবী তাজ উদ্দিন, সিলেট জেলা তাতী লীগের উপদেষ্টা উপেন্দ্র ঘোষ, সাহেবের বাজার প্রবাসী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, শিক্ষক জসিম উদ্দিন, ব্যবসায়ী ইউনুস আলী, আব্দুল গফ্ফার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *