টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দেয়া নুরুল হক নামে সিলেটের এক মুসল্লির মৃত্যু হয়েছে।তিনি জৈন্তাপুর উপজেলার হেমু ভাটপাড়া গ্রামের বাসিন্দা।
সূত্র জানা যায়, বৃহস্পতিবার(১২ জানুয়ারি)সকাল ১১টা ১০ মিনিটে তিনি ইজতেমার মাঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করে মাওলানা আমিনুর রশীদ বলেন, মারা যাওয়া নুরুল হক শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন। আজ সকালে মারা যান।
এদিকে, মরহুমের ভাতিজা মাওলানা সালমান বিন বেলাল বলেন, ইজতেমা ময়দানে তাঁর নামাজে জানাযা শেষে লাশ সিলেট নিয়ে আসা হবে।
শেয়ার করুন