নিজস্ব প্রতিবেদক:::
ইতালির নাপলী সানজুসেপ্পে পালমা কামপানিয়া বনাম সানজুসেপ্পে ব্রাদার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৭ মে,২০২৪ইং (সোমবার) নাপলী সানজুসেপ্পে স্কুল মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচের পালমা কামপানিয়ার ফুটবল ম্যাচের কোচ ও টিম ম্যানেজার ছিলেন আব্দু শুক্কুর আব্দুল্লাহ।সানজুসেপ্পের ব্রাদার্স ক্লাব এর ফুটবল ম্যাচের কোচ ও টিম ম্যানেজার ছিলেন এমরান হোসেন লিটন।প্রায় ৫০ মিনিটের ফুটবল ম্যাচের এ খেলায় ৫ -৩ গোলে পালমা কামপানিয়া কে পরাজিত করে বিজয়ী হয় সানজুসেপ্পে ব্রাদার্স ক্লাব।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচ খেলার পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ জালাল উদ্দিন।
পালমা কামপানিয়া খেলোয়াড়দের তালিকায় ছিলেন সাফি সরকার, নজরুল আলী,তানজুল আলী, আজার লিমন, রাহি আহমদ, জিয়া রহমান, স্বপন আহমদ, হাসান আহমদ, নাজমুল আহমদ, গোল কিপার তারেক আহমদ।
নাপলি ব্রাদার্স ক্লাব,সানজুসেপ্পে
খেলোয়াড়দের তালিকায় ছিলেন আজাদ আহমেদ, আকাশ আবেদিন, মাহিম রহমান,
আশিকুজ্জামান আবির,মাসুদ আহমেদ,সাকিব হাওলাদার,আবিদুর রহমান,এম ডি জাকারীয়া, সুমন আহমেদ, সাব্বির শুকুর,মাসুদ আহমেদ,জুমন আহমেদ,জামিল আহমেদ,আলিশা মাহমুদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাক্তিত্ব, মুমিন উল্লাহ মামুন, জুবের আহমেদ জেবলু, আব্দুল্লাহ আল-হারুন,আলী সাহার, কবি আব্দুস সামাদ প্রমুখ।
শেয়ার করুন