কুরআন শিক্ষা করা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নেয়ামত: মুহাম্মদ ফখরুল ইসলাম
ইত্তেহাদুল কুররা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআন শিক্ষা করা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ তা’য়ালা সূরা আর-রাহমানের শুরুতে জানিয়ে দিয়েছেন যে, পরম করুণাময়, তিনি শিক্ষা দিয়েছেন কুরআন। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে কুরআনের আলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যত প্রজন্মকে সঠিক পথের দিশা দিতে না পারলে, আগামীর নেতৃত্ব আদর্শহীনতার দিকে ধাবিত হবে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি রোববার ইত্তেহাদুল কুররা বাংলাদেশের প্রধান কেন্দ্র: শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটে কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতে সনদের সমাপনী পরীক্ষার হল পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে অভিব্যক্তি প্রকাশ করে উপরোক্ত কথাগুলো বলেন। উল্লেখযোগ্য যে, এবার জামায়াতে সনদ, খামিস ও রাবের কেন্দ্রীয় পরীক্ষায় প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি ক্বারী মাওলানা আলী হায়দার, সেক্রেটারি জেনারেল ক্বারী মাওলানা আ.স.ম আলা উদ্দীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ক্বারী মাওলানা আলতাফ উদ্দীন, ক্বারী মাওলানা মুজিবুর রহমান, সহ-সেক্রেটারি ক্বারী মাওলানা শওকত আলী, ক্বারী মাওলানা আব্দুল লতিফ ও অফিস সম্পাদক এ.এইচ.এম আব্দুল বাসিত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান কেন্দ্রের শিক্ষক ক্বারী মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, ক্বারী মাওলানা আব্দুল মুকীত, ক্বারী মাওলানা আব্দুল হাকীম, ক্বারী মাওলানা শামসুল হক, ক্বারী মাওলানা ইসমাঈল হোসাইন মুফিজী, ক্বারী মাওলানা খলীলুর রহমান ও ক্বারী মাওলানা ওমর ফারুক প্রমুখ।
ইত্তেহাদুল কুররা বাংলাদেশের সার্বিক খোঁজ খবর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রধান অতিথি মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সহীহ কুরআন তিলাওয়াত শিক্ষার এই প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে। সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সুপরিকল্পিত ও সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত একটি মানে পৌঁছতে হবে ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় সভাপতি মুফতি ক্বারী মাওলানা আলী হায়দার ও সেক্রেটারি জেনারেল ক্বারী মাওলানা আ.স.ম আলা উদ্দীন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, কুরআনের সুমহান আহবান প্রতিটি কর্ণকুহরে পৌঁছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ ১৯৮৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। অদূর ভবিষ্যতে আমাদের প্রচেষ্টা পৌঁছে যাবে বাংলাদেশের ঘরে ঘরে ইনশাআল্লাহ।
শেয়ার করুন