ইফতার বিতরণ: শিবিরের আয়ের উৎস জানতে চাইলেন ছাত্রদল সা. সম্পাদক

রাজনীতি

ঢাকা: ইসলামী ছাত্রশিবির প্রতিদিন ইফতার বিতরণে যে অর্থ ব্যয় করছে, এর উৎস সম্পর্কে জানতে চেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাছির এ দাবি তোলেন।I

তিনি বলেন, গতকাল ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল (নুরুল ইসলাম সাদ্দাম) এক অনুষ্ঠানে বলেছেন, তারা প্রতিদিন ইফতার বিতরণে তিন লাখ টাকা ব্যয় করেন। এ হিসেবে পবিত্র রমজানে ৯০ লাখ টাকা ব্যয় করছেন।

সাংবাদিকদের মাধ্যমে জানতে চাই, এই ৯০ লাখ টাকা তারা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কীভাবে উপার্জন করেন, এই অর্থায়নের উৎস কী।

সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে ছাত্রদল যে অর্থ ব্যয় করে সেটা স্বচ্ছতা এবং জবাবদিহির মধ্যে হয় বলে উল্লেখ করেন সাধারণ সম্পাদক।

এসময় সদ্যগঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, নতুন দলে নতুন কিছু মনে হয়নি। মনে হয়েছে, আদিম রাজনৈতিক বন্দোবস্তই হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *