ইবি’তে আবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় নির্ধারণ

জাতীয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আবাসিক হলে প্রবেশসীমা নির্ধারণ করে দিয়েছে হল প্রভোস্ট কাউন্সিল। ছাত্র হলে রাত ১১টার মধ্যে এবং ছাত্রী হলে মাগরিব আজান হওয়ার ১৫ মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রভোস্ট কাউন্সিলের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার অনুষ্ঠিত ১৪০তম প্রভোস্ট কাউন্সিলের সাধারণ সভায় উঠে আসা তিন নম্বর প্রস্তাবে ছাত্র ও ছাত্রীদের হলে রাতে প্রবেশের সময় নির্ধারণ প্রসঙ্গে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়, ছাত্রদের প্রতিটি হলে রাত ১১টার মধ্যে শিক্ষার্থী প্রবেশ বাধ্যতামূলক। আর ছাত্রীদের হলে মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক। শিক্ষার্থীদের স্ব-স্ব হল ব্যতিরেকে অন্য হলে অবস্থান নিষিদ্ধ।

এছাড়াও শীতকালীন ছুটির সময় প্রতিটি হলের চারিদিকে নিরাপত্তা টহল বাড়ানো, যেমন- রাত্রিবেলায় অতিরিক্ত ২ জন এবং দিনের বেলায় অতিরিক্ত ১ জন নিরাপত্তা প্রহরী প্রতিটি হলের চারিদিকে পাহারারত থাকা, গত জুলাই থেকে ডিসেম্বর মোট ছয় মাসের বকেয়া ভর্তুকি (সাবসিডি) দ্রুত হল ফান্ডে জমাদানের অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে শীতকালীন ছুটিতে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ডাইনিং খোলা রাখা প্রসঙ্গে এখনও ধোঁয়াশা কাটেনি। একাধিক হল ডাইনিং ম্যানেজার চালু রাখার ক্ষেত্রে অপারগতা দেখাচ্ছে বলে জানা যায়। তবে এ বিষয়ে রাতে জরুরি মিটিং করবে বলে প্রভোস্ট কাউন্সিল বরাত জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *