ইমরানকে আদালতে আনা হবে না, হেফাজতে থাকা অবস্থায় শুনানি

জাতীয়

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শুনানি হবে বিশেষ  আদালতে। হেফাজতে থাকা অবস্থায় বুধবার (১০ মে) নির্ধারিত শুনানি হবে বলে জানিয়েছেন ইসলামাবাদের প্রধান কমিশনার।

নিরাপত্তা হুমকির কারণেই খানকে আদালতে আনা হবে না। একাধিক পুলিশ কর্মকর্তা জানান, বিশেষ আদালতে ইমরান খানের শুনানি হতে পারে। কাভারেজের জন্য বিচারকদের অনুমতি সাপেক্ষে প্রবেশের অনুমতি থাকবে।

পিটিআই জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের এইচ-১১-এর পুলিশ লাইনস গেস্ট হাউজে উপস্থিত করা হবে।

ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)-এর পরোয়ানার ভিত্তিতে। ১ মে সংস্থাটির চেয়ারম্যান লে. জেনারেল (অব.) নাজির আহমেদ বাট এই পরোয়ানা জারি করেন। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অর্ডিন্যান্স ১৯৯৯-এর ৯এ ধারায় ইমরানকে কাস্টডিতে নেওয়া হয়। ইসলামাবাদ/রাওয়ালপিন্ডির পুলিশ সদর দপ্তরে ইমরান খানকে আটকে রাখা হয়েছে।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে ‘বৈধ’ বলে রায় দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে এর বৈধতা নিয়ে আজ বুধবার সুপ্রির কোর্টে চ্যালেঞ্জ করবেন তার আইনজীবীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *