ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার বার্ষিক বনভোজন সম্পন্ন

সিলেট
উৎসব ও আনন্দঘন পরিবেশে সিলেট সদর উপজেলার ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা, (গভঃ রেজিঃ নং-১২৩৭/১৪) এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার কার্যালয় থেকে সংস্থার উপদেষ্টাবৃন্দ, সদস্য, সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ফোরামের পরিচালকবৃন্দ ও এলাকার সুশীলসমাজের ব্যক্তিবর্গের সমন্বয়ে ৩৫ সদস্যের টিম নিয়ে সিলেটের প্রকৃতিকন্যা জাফলংয়ে মনোরম এ বনভোজন সম্পন্ন হয়।
বার্ষিক বনভোজনে অংশ নেন ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, আনছার আলী মেম্বার, সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত, সাবেক সাধারণ সম্পাদক উছতার আলী, সহসাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ফোরামের সভাপতি জসিম উদ্দিন, পরিচালক এমরান আলী তালুকদার, আব্দুস সালাম, আশরাফ আলী, মো. আব্দুল আলীম, ব্যবসায়ী ফয়জুর রহমান, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিক মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম, সাবেক অর্থ সম্পাদক মো. আব্দুল মালিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. খায়রুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস শহীদ, সহ-প্রচার সম্পাদক মাসুম আহমদ, নির্বাহী সম্পাদক জাবের হোসেন সামন, মো. আব্দুল মুতলিব, সদস্য ইমরান হোসেন, আতিউর রহমান, নাসির উদ্দীন, রিপন আহমদ, শামীম আহমদ, আব্দুল কাদির, জুয়েফ আহমদ, বুরহান উদ্দিন, ছাইদুর রহমান, সাইফুল ইসলাম, আরিয়ান রহমান প্রমুখ।

বার্ষিক বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিশেষ আকর্ষন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার উপদেষ্টা অ্যাডভোকেট মো. খোরশেদ আলম সহ অতিথিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *