ইরাকে বোমা হামলায় ৩০০ জনকে হত্যায় তিন জনের ফাঁসি কার্যকর

জাতীয়

ইরাকের বাগদাদে একটি গাড়ি বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামির রায় কার্যকর হয়েছে।

২০১৬ সালে ওই হামলায় ৩ শতাধিক মানুষ নিহত ও শতাধিক মানুষ হয়েছিলেন বলে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল–সুদানির কার্যালয় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম বা তাদের কখন সাজা দেয়া হয়েছে তা জানায়নি। তবে বলা হয়েছে, রোববার বা সোমবার ওই তিনজনের দণ্ড কার্যকর হয়েছে।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের পর এটি ইরাকে সবচেয়ে ভয়াবহ একক বোমা হামলা। ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) এই হামলার দায় নিয়েছে।

একটি সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলার পেছনে আইএসের মূল পরিকল্পনাকারী হিসেবে ধরা হয় গাজওয়ান আল-জাওবাইকে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনিও আছেন। জাওবাইকে বন্দি করা হয় ২০২১ সালে।

২০১৬ সালের ৩ জুলাই বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ইরাকের রাজধানীর শিয়া মুসলিম অধ্যুষিত কাররাদায় একটি জনাকীর্ণ শপিং সেন্টারের পাশে বিস্ফোরিত হয়। ওই সময় পবিত্র রমজান মাস।

বোমা বিস্ফোরণের পর ভবনটি বিধ্বস্ত হয়। আগুনে মারা যান অনেকে। বিস্ফোরণের পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঘাবান পদত্যাগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *