বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে অর্থসহ পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছেন বিশ্বনাথ উপজেলা নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলীকে গুমের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা জামায়াত নেতারা।
এসময় উপজেলা জামায়াত নেতারা তাহসিনা রুশদী লুনাকে অর্থসহ পবিত্র কোরআন শরীফ উপহার দেন। বিশ্বনাথ উপজেলা জামায়াত ইসলামীর আমির ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম সিদ্দিকী উপজেলা সেক্রেটারি মতিউর রহমান পৌরসভা জামায়াতের সেক্রেটারী আব্দুস সোবহানসহ উপজেলা ও পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন