স্টাফ রিপোর্টার:
বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আগামিকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় এক গণ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হবে।
গণ মিছিলে সর্বস্তরের মানুষকে অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।
শেয়ার করুন