ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অন্যায় হামলার প্রতিবাদে দারুণ এক উদ্যোগ নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে প্রাপ্ত আয় গাজায় জরুরি সহায়তা কার্যক্রমে দান করার ঘোষণা দিয়েছে তারা। ওসলোতে আগামী ১১ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে আর্লিং হালান্ডরা।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস এক বিবৃতিতে বলেন, ‘গাজার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যে মানবিক কষ্ট ও অসম মাত্রার আক্রমণের শিকার হয়েছেন, তা থেকে আমরা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান চুপ করে থাকতে পারি না। আমরা চাই এই ম্যাচের আয় এমন এক মানবিক সংস্থাকে দিতে, যারা প্রতিদিন গাজায় মানুষের জীবন বাঁচাতে কাজ করছে এবং জরুরি সহায়তা দিচ্ছে।’
আগামী সপ্তাহ থেকে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। তবে নরওয়ের এমন সিদ্ধান্তে ইসরায়েলি ফুটবল ফেডারেশন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। নরওয়ের প্রতি ইসরায়েল আহ্বান জানায়, যেন তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ ও জিম্মি নেওয়ার ঘটনাকেও সমানভাবে নিন্দা জানায়।
এই ম্যাচকে ঘিরে কঠিন নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে আলোচনা করেছে। মাঠের ধারণক্ষমতা ২৬ হাজার হলেও নিরাপত্তার কারণে মাত্র তিন হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।
গত বছরের অক্টোবর থেকে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের দেশে ম্যাচ আয়োজন করতে পারছে না। এর আগে নরওয়ের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচ তারা হাঙ্গেরিতে খেলেছিল। বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ দলের গ্রুপে নরওয়ে আছে শীর্ষে, দুইয়ে ইসরায়েল
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫