স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘ইসলামী যুব সংস্থা তেলিকোনা’র উদ্যোগে ২য় ক্বিরাত প্রতিযোগিতা ২০২৪ ইং প্রথম স্হান অর্জন করেছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত দুর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা শাখার খামিছ জামাতের কৃতি শিক্ষার্থী সাইদুর রহমান।
গতকাল (রবিবার ৩১শে মার্চ) এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসায় ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন, ইসলামী যুব সংস্থা তেলিকোনা কর্তৃক আয়োজিত ২য় ক্বিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে পূর্ব সিলেক্টেডকৃত ১০ জন শিক্ষার্থীদের মধ্যে সজিব আহমদের হাতে প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে প্রথম স্হান অর্জন করায় নগদ ৫ হাজার টাকা ও পুরুস্কার তুলে দেন অতিথিরা।
ফাইনাল রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেন উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা ক্বারী কামরুল হুদা, এবং ছহিফাগঞ্জ ডিওয়াই ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ক্বারী মোছাদ্দিক হোসেন।
পুরস্কার বিতরণ অনুষ্টানে আমন্তিত অতিথি হিসাবে এসময় উপস্হিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মো. হুসাইন, সিংগেরকাছ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়ায়েছ, লজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ডাক্তার মাওলানা আবুল বশর মো. ফারুক, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম আহমদ হোসাইন, সহকারী অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, ২নং খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, নিজাম উদ্দিন সিদ্দিকী, বেবি কেয়ার স্কুল এর প্রতিষ্ঠাতা মুহিবুর রহমান সুইট।
উল্লেখ্যঃ সজিব আহমদ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আকিলপুর গ্রামের মনির উদ্দিন ও রুনু বেগম দম্পতির ছোট সন্তান।
শেয়ার করুন