ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় তারবিয়াত সম্পন্ন

জাতীয়

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকের ন্যায্য অধিকার
প্রতিষ্ঠা করা সম্ভব নয়: মোহাম্মদ আমিনুল ইসলাম

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সংজ্ঞাত নয় শান্তি চাই মালিক শ্রমিক ভাই ভাই। এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাঠে ময়দানে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্য গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন রাষ্ট্র্রের এই অচল অবস্থায় গণমানুষকে নেক হও এক হও ভ্রাতৃত্বের এই ¯েøাগানে গণআন্দোলন গড়ে তুলতে হবে। একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য গণমানুষের নেতা পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বের হাতকে শাক্তিশালী করতে হবে। দেশে সু-শাসন ও দুনীর্তিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর একটি অভিজাত হোটেলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক ও মহানগর শাখার সভাপতি মোঃ মাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সাধারণ সম্পাদক নুরুল আমিন ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মোঃ নজির আহমদ।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন সহ সিলেট জেলা, মহানগর, ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *