ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ১০টায় নগরীর সুরমা মার্কেটের সামন থেকে র্যালিটি শুরু হয়ে চৌহাট্রা পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মুছাব্বির রেনু। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ইসলমী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর মোঃ জাকির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম শামিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট সদর উপজেলা সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সিলেট বিভাগীয় মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইছহাক, জেলা ছদর আলহাজ্ব আব্দুল করিম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।
শেয়ার করুন