ইসিতে জাপার পৃথক চিঠি, আ.লীগের সঙ্গে জোট চান রওশন

রাজনীতি

আওয়ামী লী‌গের স‌ঙ্গে জোট ক‌রে নির্বাচন কর‌বে জাতীয় পার্টি (জাপা)। শ‌নিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পাঠানো চিঠিতে তা জানিয়েছেন জাপার প্রধান পৃষ্ঠ‌পোষক ও সংসদে বি‌রোধীদলীয় নেতা রওশন এরশাদ।

চি‌ঠি‌তে তিনি ব‌লেন, জাপার প্রার্থীরা লাঙ্গল প্রতী‌কে নির্বাচ‌নে অংশ নে‌বে। কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহা‌জো‌টবদ্ধ হ‌য়ে ভো‌টে অংশ নে‌বে।

চিঠিতে রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি বিগত তিনটি সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে শুধু নির্বাচনী জোট। নির্বাচন শেষে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন। এই নির্বাচনে জাপার মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বা প্রার্থীর ইচ্ছা অনুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।

সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিয়ে কোনো দল জোটভুক্ত দলের প্রতীক ব্যবহার করতে চাইলে তা তপশিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন করার বিধান আছে। গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। সে হিসেবে শনিবার এই বিষয়ে ইসিকে জানানোর শেষ সময়।

এদি‌কে, জাপা মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু পৃথক চি‌ঠি‌তে সিইসিকে জা‌নি‌য়ে‌ছেন, দ‌লের ম‌নোনীত প্রার্থীদের লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়ার ক্ষমতা একমাত্র দ‌লের চেয়ারম‌্যান জি এম কা‌দেরের থাক‌বে।  চি‌ঠি‌তে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনা স্বাক্ষরের বিষয়ে সিইসিকে জানানো হয়েছে।

নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের কার সইয়ে মনোনয়ন দেওয়া হবে, তা রাজনৈতিক দলগুলোকে লিখিতভাবে ইসিকে জানাতে হয়। ইসি তপশিল ঘোষণার সাত দিনের মধ্যে এটি জানানোর জন্য দলগুলোকে চিঠি পাঠিয়েছে। এই চিঠির জবাবে জাপা মহাসচিবের দেওয়া চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন দেবেন তাদের দলের চেয়ারম্যান জিএম কাদের। ক্ষমতাপ্রাপ্ত হিসেবে জিএম কাদেরের নাম, পদবি ও নমুনা সইও পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *