ঈদের আগে গোয়াইনঘাটে আশ্রয়ণের আরোও ৪০টি ঘর হস্তান্তর

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট):

সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে অবস্থিত নয়াখেল-২ আশ্রয়ণের পুরাতন জরাজীর্ণ ব্যারাক অপসারণ করে নতুনভাবে দুই শতক জমিসহ মুজিববর্ষের আরোও ৪০টি ঘর উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসন্ন ঈদ-উল আযহার আগে প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার হাসি ফুটিয়েছে এসব পরিবারে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় গণবভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
এতে প্রধানমন্ত্রীর পক্ষে সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদের হলরুমে উপকারভোগীদের হাতে জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। এ সময় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গোয়াইনঘাট উপজেলার ১২টি ইউনিয়নে প্রথম পর্যায় থেকে সর্বশেষ পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপ পর্যন্ত মোট ১,১৩৮ টি গৃহ উপকারভোগীরা পেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *